আধার ও শাপলা শেরপুর প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পদে পুনর্নির্বাচিত

প্রতিনিধি, শেরপুর: শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আগামী দু বছরের জন্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ) সভাপতি ও সাবিহা জামান শাপলা (আমাদের সময়) সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় নিপুণ কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভা শেষে নির্বাচনে অন্য কোনো প্যানেল না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Sherpur Press Club Election
নতুন কমিটির বিজয়ীদের নাম ঘোষণা করছেন জাতীয় সংসদের হুইপ।

কার্যনির্বাহী পরিষদে জিএম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি,  এস এম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ সহ-সভাপতি, রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল যুগ্ম সাধারণ সম্পাদক, ফারহানা পারভীন মুন্নী সাংগঠনিক সম্পাদক, রেদওয়ানুল হক আবীর সহ-সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন কোষাধ্যক্ষ, আসাদুজ্জামান মোরাদ দপ্তর ও প্রচার সম্পাদক, মহিউদ্দিন সোহেল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, সুব্রত কুমার দে ভানু, মলয় মোহন বল ও দেবাশীষ ভট্টাচার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

Sherpur Press Club Elected-2
সাবিহা জামান শাপলা।

এর আগে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি এ টি এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সঞ্জীব চন্দ বিল্টু, সুব্রত কুমার দে ভানু, মনিরুল ইসলাম মনির, আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রওশন কবীর আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.