আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: একদিনের মাথায় সাতক্ষীরার তালায় আবারো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে সঞ্জিত অধিকারী (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার ভোররাতে তালা উপজেলার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সঞ্জিত একই উপজেলার জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। পায়ে গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারীকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) কামাল হোসেন।
এর আগে ১০ জুন ভোররাতে তালায় বন্দুকযুদ্ধে নিহত হন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা। সঞ্জিত তার একান্ত সহযোগী বলে জানায় পুলিশ।
তালা থানার এস আই রইচউদ্দীন বলেন, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তার নেতৃত্বে একটি দল নিয়ে তিনি খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তেঘরিয়া মোড় এলাকায় পৌঁছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে এসআই বাদশা আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হয়। অন্যরা পালিয়ে যায়। পরে সঞ্জিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।