আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সন্ত্রাস ও জঙ্গী দমনে সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থেকে ৩ জন, তালা থেকে ২ জন, আশাশুনি থেকে ৪ জন, দেবহাটা থেকে ২ জন, কালিগঞ্জ থেকে ৫ জন, শ্যামনগর থেকে ৭ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এস আই কুমকুম জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে তিন জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে।
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জামায়াতকর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) ভোরে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।
তাৎক্ষণিকভাবে আটক সবার নাম জানা যায়নি। আটকৃতদের মধ্যে কয়েকজন হলেন- মহেশপুর উপজেলার সামছুল হকের ছেলে তাহের আলী (৩২), নূর আলীর ছেলে আনছার আলী (৫৫), ফরিদ মন্ডলের ছেলে আকামত হোসেন (৪৫), তোফায়েল মোল্লার ছেলে ফারুক হোসেন (৩০), সালাউদ্দীনের ছেলে আব্দুর রহিম (২৫), আসলাম হোসেন (৩৫) ও কামাল হোসেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।