রেজাউল করিম, শেরপুর: বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় সংগঠন লোকাল ভয়েজ। শনিবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড় হতে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিদ্যুৎ স্বাভাবিক করতে তিন দিনের আলটিমেটাম দিয়ে বক্তব্য রাখেন লোকাল ভয়েজ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.জেড রুমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর কাউন্সিলর হাবিব উল্লাহ হাবিব ও ছাত্র নেতা সুজন রেজা প্রমুখ।
বক্তারা, বিদ্যুৎ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা বিদ্যুৎ অফিসকে কালো অফিস বলে আখ্যায়িত করে তিন দিনের এ আল্টিমেটাম দেন। লোকাল ভযেজের এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যসহ স্থানীয় কয়েক’শ পেশাজীবী লোকজন।