আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরায় ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জামায়াতের তিন কর্মী রয়েছেন।
শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এস আই কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় আটটি থানায় পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে সদর থানায় ১৯ জন, কলারোয় থানায় ৫ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৫ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ২ জন ও পাটকেলঘাটা থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জামায়াতের কর্মী রয়েছেন বলে তিনি জানান।
এ ছাড়া গ্রেফতারকৃতদের নামে মামলা রয়েছে বলে তিনি জানান।