আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামে রবিবার সকাল সাড়ে ন’টার দিকে বজ্রপাতে দিনমজুর নারী মালতী রাজবংশী (৪৫) নিহত হয়েছে।
স্থানীয় খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, তুয়ারডাঙ্গার তারাপদ রাজবংশীর মেয়ে মালতী সকালে বাড়িতেই কাজ করছিল। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।