প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতার বিরুদ্ধে দায়েরকৃত একটি হত্যা মামলা প্রত্যাহার ও তাদের কারামুক্তির দাবিতে সোমবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলার দীর্ঘ ৭ বছর পর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আজমল হোসেন মুক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ফকিরসহ তিন নেতার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মর্সূচি গ্রহণ করার আল্টিমেটাম দেন বক্তারা। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল হোসেন নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ, ধাণসাগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন খান, যুবলীগ নেতা আসাদুজ্জামান স্বপন, ছরোয়ার হোসেন তালুকদার, রাজীবন হাওলাদার, হাসিব বিল্লাহ, সেচ্ছাসেবক লীগের নেতা সুমন আকন, জেলা ছাত্রলীগ নেতা হাসান মীর, কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আসাদুজ্জামান ও খায়েরুল শরীফ প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা শ্রমিক লীগের আহব্বায়ক আসাদ্দুজামান মিলন ও ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিনের গভীর ষড়যন্ত্রে সিআইডি কর্মকর্তাকে ভুল বুঝিয়ে সোহেল হত্যা মামলায় মুক্তাসহ ওই তিন ছাত্রলীগ নেতাকে জড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছে। বক্তারা ওই মামলার পুনরায় সুষ্ঠু তদন্তের দাবি করেন।
২০০৯ সালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পূর্ব খাদা গ্রামের বাসিন্দা মৃতঃ আবুল হাশেম তালুকদারের ছেলে তৎকালীন ছাত্র নেতা সোহেল তালুকদারের (২৩) সাথে উপজেলার গোলবুনিয়া এলাকার বাসিন্দা টিপু তালুকদারের ছেলে রনি তালুকদারের মারপিটের ঘটনা ঘটে। একই বছর ৩১ আগষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আহত সোহেল। পরবর্তীতে সোহেলের মা শেফালী বেগম (৫০) বাদী হয়ে একই বছর ১ সেপ্টেম্বর রনি তালুকদারসহ ৪ জন কে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সম্প্রতি সিআইডির এক তদন্ত প্রতিবেদনে ওই তিন নেতার নাম অন্তর্ভুক্ত করা হলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
ওই মামলায় রবিবার তারা আদালতে আত্মসমর্পন করলে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।