হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাত আটটা থেকে ১২ জুন রবিবার সকাল আটটা পর্যন্ত ১২ ঘন্টায় জেএমবি ও জামায়াত কর্মীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহর ছাত্রলীগের সভাপতি মো. মাসুদের ছোটভাই জেএমবি সদস্য মো.মনিরুজ্জামান ও নন্নী মধ্যপাড়া গ্রামের জামায়াত কর্মী মিজানুর রহমান রয়েছেন।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শহরের অস্টমীতলা এলাকা থেকে জেএমবি সদস্য শেরীপাড়া মহল্লার মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সে জেএমবির একজন সক্রিয় কর্মী। এর আগেও তাকে জেএমবি’র কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিলো। সে জামিনে মুক্ত হয়ে নতুন করে জেএমবি তৎপরতা সংগঠিত করার কাজে লিপ্ত থাকার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত ১২ ঘন্টায় জেলায় জেএমবি সদস্য ও এক জামায়াত কর্মীসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে সেপার্দ করা হলে বিচারিক হাকিম তাদের জেলা কারাগারে প্রেরণ করেছে।