আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গী দমনে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত-শিবিরের আট কর্মীসহ ৫২জন গ্রেফতার হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতভোর অভিযানে ৫২জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কালিগঞ্জে ৫ জন, তালায় ৫ জন, কলারোয়ায় ৬ জন, দেবহাটায় ৬ জন, আশাশুনিতে ৭ জন, পাটকেলঘাটায় ৩ জন ও শ্যামনগরে ৫ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।