মো: ওয়াজি উল্যাহ জুয়েল, কমলনগর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এম এ মজিদ (দৈনিক ইত্তেফাক) কে সভাপতি ও ওয়াজি উল্যাহ জুয়েল (দৈনিক যায় যায় দিন) কে সাধারন সম্পাদক করে কার্যকরী কমিঠি গঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেস ক্লাবের এক সাধারন সভায় দুই বছরের জন্য এ কার্যকরী কমিঠি গঠিত হয়। সাধারন সভায় সভাপতিত্ব করেন কমলনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ।
কমিঠির অন্যন্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আবছার উদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক ইসফাকুল হোসেন, নির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম শামীম, সদস্য মো. আব্বাছ উদ্দিন, শাহরিয়ার কামাল, ইসমাইল হোসেন বিপ্লব।