রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সমন জারির নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এএফএম আহসানুল হক এই আদেশ দেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অপরাধমূলক ষড়যন্ত্র, অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন করা, জনগণের মধ্যে বিভেদ ছড়াতে অসত্য সংবাদ পরিবেশন করা- এসব অভিযোগে দ-বিধির ১২০(খ)(২)৪১৭/৫০৫(ঘ) ধারায় মামলা দায়ের করেন দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ। যার মামলা নং ৬৪ সিআর/১৬।
মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বাংলাদেশের জনগণের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও অপ-অভিপ্রায় সৃষ্টির লক্ষ্যে একটি সংস্থার নির্দেশ বাস্তবায়নে তার সম্পাদিত ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা, বিকৃত তথ্য, গুজব ও মনগড়া সংবাদ তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত করেছেন। তার প্রকাশিত সংবাদ দেশের জনগণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ওই দিনই আদালতে দায়ের করা ওই মামলায় ১৪ জুনের মধ্যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত।