হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার একজন জেএমবি সদস্য সহ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের সোলায়মান হোসেন নামে এক জেএমবি সদস্য সহ বিশেষ অভিযানে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই সুনির্দিষ্ট মামলার আসামী। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।
বিকেলে তাদের বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।