আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: দু’দিন নিখোঁজ থাকার পর বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কুশখালি সীমান্তের পাটক্ষেত থেকে শিশু ফাহিম আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুশখালি সীমান্তের মেইন পিলার ১২ থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তার লাশটি পড়ে ছিল। এ সময় তার নাক ও কানে রক্তপাতের চিহ্ন দেখা দেখা গেছে বলে জানায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, চতুর্থ শ্রেণির ছাত্র ফাহিম আহমেদের (৮) বাবা মনিরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। তার বাড়ি সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে। মায়ের সাথে কুশখালি গ্রামে নানা হাজি মোহাম্মদ আলির বাড়িতে থাকতো ফাহিম।
তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানান, ফাহিম মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল। বিষয়টি পরে পুলিশকেও জানিয়েছিল তারা। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি তার পাটক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
বিজিবির কুশখালি বিওপি কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।