সম্পৃক্ত হও এবং উপভোগ কর স্লোগান নিয়ে বাজারে আসছে আইটেল মোবাইল

আইটেল মোবাইল শুক্রবার (১৬ জুন) ঢাকা ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাদের ব্যান্ডের পরিচিতি তুলে ধরে। এ সময় বক্তব্য রাখেন আইটেল মোবাইলের কান্ট্রি ম্যানেজার শ্যামল সাহা, সেলস ম্যানেজার মি. স্টিফেন এবং মি. জেরি হি। শ্যামল সাহা তার বক্তব্যে বলেন, ইনটেল ভোক্তাদের অর্থের সঠিক মূল্যায়ন নিশ্চিত কর। তিনি আরো বলেন, এর প্রধান শক্তি সাশ্রয়ী মূল্যরে পণ্য গুনগতমান নিশ্চিত করা, স্থানীয় চাহদিা অনুযায়ী পণ্য তৈরি ও স্বল্প সময়ে ও সঠিকভাবে বিনিয়োগ নিশ্চিত করা।

????????????????????????????????????
সংবাদ সম্মেলনে তাদের ব্যান্ডের পরিচিতি তুলে ধরেন কান্ট্রি ম্যানেজার শ্যামল সাহা।

সংবাদ সম্মেলনে আইটেল মোবাইলের নানা তথ্য তুলে ধরে জানানো হয়, itel mobile সাধারণ মানুষের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি অত্যাধুনিক ব্যান্ড যা ২০০৭ সালে হংকং এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটি Transsion Holdings এর একটি শাখা কোম্পানি। Transsion Holdings এর সাথে বিশ্ববিখ্যাত কোম্পানি যেমন- গুগল, ফেসবুক, ইনটেল, সনি, মাইক্রোসফট, মিডিয়াটেক, ওরেঞ্জ কোয়ালকম ইত্যাদির যৌথ বাণিজ্য চুক্তি রয়েছে। অন্যদিকে itel mobile হচ্ছে বিশ্বব্যাপি অত্যাধুনিক মোবাইল হ্যান্ডসেট এর জগতে এক অগ্রদূত। যার মূল লক্ষ্য হলো পৃথিবীর সকল মানুষকে যোগাযোগের এক নিবিড় বন্ধনে আবদ্ধ করা। এ ব্যান্ডের মূলনীতি হলো সম্পৃক্ত হও এবং উপভোগ কর। তাই itel mobile সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মূলে উত্কৃষ্ট পণ্য বাজারে নিয়ে এসেছে।

Transsion Holdings হচ্ছে পৃথিবী ব্যাপী ১ নং ফিচার ফোন এবং আফ্রিকার প্রথম সারির তিনটি মোবাইল ব্যান্ডের মধ্যে একটি। ২০১৫ সালে এই কোম্পানি ৩০ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির এক  অন্যন্য সীমারেখা পার করেছে,আফ্রিকা সর্ববৃহৎ ম্যাগাজিন এর মতে আফ্রিকান ভোক্তাদের নিকট মোট ৫১তম, যা গত বৎসররে তুলনায় ২১ ধাপ অগ্রগতি করছেে ।

itel mobile উন্নত প্রযুক্তি ও পণ্যের গুনগতমান দুটিই নিশ্চিত করে বাজারে ছেড়েছে স্মার্র্ট ফোন, ট্যাবলেট, ফিচার ফোন ইত্যাদি তাছাড়া কোম্পানীর রিসার্স এন্ড ডেভেলপমেন্ট টিমের আন্তরিকতা ও একাগ্রতায় নিশ্চিত করেছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দীর্ঘ মেয়াদী ব্যাটারি ও জাভা সংযুক্ত উত্কৃষ্ট মানের ফিচার ফোন যা ইন্টারনেট ব্যবহার প্রদানে করবে এক নতুন অভিজ্ঞতা।

itel mobile ছাড়াও TECNO, INFINIX এর মতো বিশ্বখ্যাত আরও অনেক ফোন ব্যান্ডের পরিপূর্ণ সত্ব্যাধিকার রয়েছে Transsion Holdings এর । ২০১৫ সালে বিশ্বব্যাপী মোবাইল শিফটমেন্ট এ ৭ম স্থান অধিকার করেছে। গত দশকে Transsion Holdings ফ্রান্স, নাইজেরিয়া, কেনিয়া, সংযুক্ত আরব আমরিাত, সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না, হংকং এসব দেশে ৪০এরও অধিক অফিস স্থাপন করেছে। তাছাড়া Transsion Holdings এর রয়েছে ৫টি উৎপাদনকারী কারখানা ২ টি আফ্রিকাতে ও  ৩টি চায়নাতে, এই কোম্পানি ৬ষ্ঠ উৎপাদনকারী কারখানাটি ভারতে স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সমগ্র বশ্বিজুড়ে Transsion Holdings এর মোট জনশক্তি ৭ হাজারেরও বেশি। অন্যদিকে বিক্রয়োত্তর  সেবা নিশ্চিত করার উদ্দেশ্য Transsion Holdings আফ্রিকাতে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে স্থাপন করেছে আফ্রিকা সর্ববৃহৎ  বিক্রয়োত্তর  সেবাকেন্দ্র  CarlCare. Transsion Holdings এর জন্ম লগ্নহতে এই পর্যন্ত Transsion Holdings মোট ২০০ মিলিয়ন ডুয়াল সিম মোবাইল ফোন বিক্রি করেছে এবং আফ্রিকাতে ৪০% এর ও মার্কেট শেয়ার নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

২০১৬ সালে Transsion Holdings উন্নত প্রযুক্তি পণ্যের গুনগত মান এবং অনবদ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে Transsion Holdings মোবাইল কোম্পানি হিসাবে ব্যবহারকারীদরে হৃদয় জয় করবে বলে কোম্পানিটি প্রত্যাশা ব্যক্ত করে। সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.