রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালী অটোরিকশা ও অটোটেম্পো মালিক সমিতির নির্বাচনে মো. আনোয়ারুল ইসলাম টিটু সভাপতি ও সিরাজুল ইসলাম জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন শেষ হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১১৯ জন ভোটারের মধ্যে ১১৮টি ভোট পড়ে।
চারটি পদের জন্য ভোট হয়। অন্য তিনটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম টিটু নিয়ে ৬১ ভোট পান, অন্য প্রার্থী আব্দুল মান্নান বাবুল পান ৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম জাকির ৫০ ভোট পান, মো. মনির সরদার ৪৭ ভোট নিয়ে এ পদে দ্বিতীয় হন।
সহ-সম্পাদক পদে শহীন তালুকদার ৫৪ ভোট, লাইন সম্পাদক পদে মামুন রাড়ী ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সেকেন্দার আলী।
কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন নির্বাচন কমিশনার ছিলেন। প্রিসাইডিং অফিসার ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আশুতোষ বড়াল।