ইউএনওর মামলায় পৌর মেয়র কারাগারে

হাকিম বাবুল, শেরপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলায় শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে আবু সাইদ হাইকোর্টের নির্দেশনা মেনে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Sherpur Sreebordi Poura Mayor Abu-Sayeed Photo-1
আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ মে শ্রীবরদী উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন চলাকালে আওয়ামী লীগ দলীয় পৌর মেয়র আবু সাইদ আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি ব্যবহার করায় স্থানীয় মামদামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাকে বাধা দেন ইউএনও হাবিবা শারমীন। এতে মেয়র সাইদ চটে গিয়ে ইউএনওর সাথে রূঢ় আচরণ করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। একই দিন সন্ধ্যার পর স্থানীয় কাকিলাকুড়া এলাকায় হামলার শিকার হন ইউএনও। ওই সময় তার সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়।

ইউএনও এ অভিযোগ জেলা প্রশাসনকে জানালে জেলা প্রশাসন তা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সাইদকে সাময়িক বরখাস্ত করে। ১৬ এপ্রিল ইউএনও মেয়র আবু সাইদসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেন।

মেয়র সাইদ হাইকোর্টে রিট করলে তার বহিষ্কারাদেশ স্থগিত হয়ে যায়। ১২ জুন হাইকোর্টে হাজির হয়ে অর্ন্তবর্তী জামিনের প্রার্থনা করলে ২০ জুনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.