রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): সারাদেশে সংঘটিত সকল গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার বিকেল ৩টায় শহরের ডাকবাংলো সড়কে পল্লী ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন আর রশীদ সাইদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু দপ্তর সম্পাদক বাদল রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সকল গুপ্তহত্যার বিচার দাবি জানান। পাশাপাশি এ সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ও মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ।