নাচোলে অবৈধ বিদুৎ সংযোগের দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা

মো. আব্দুর রহমান মানিক, নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধ বিদুৎ সংযোগের দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্তরা হলেন নাচোল বাজারের ইমতিয়াজ, দেলসাদ ও ফরহাদ হোসেন।

রবিবার পিডিবি অবৈধ সংযোগ কারীদের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্ন করনের জন্য একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নাচোল বাজারের  ইমতিয়াজ, দেলসাদ ও ফরহাদ হোসেন অবৈধ বিদুৎ সংযোগ স্থাপনের দায়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী বিদ্যুৎ আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান সরকার। এসময় নাচোল থানার আইন শৃংখলাবাহিনী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.