আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিট এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লিয়াকত পারভেজ, উপাধ্যক্ষ আমানুল্লাহ আলী হাদী, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।
এদিকে, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ইউনিট, কলারোয়া সরকারি কলেজ ইউনিট, তালা সরকারি কলেজ ইউনিট, শ্যামনগর সরকারি মুহাসীন কলেজ ইউনিটও অনুরূপ কর্মসূচি পালন করেছে।