রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচা নদীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ হয়েছে।
সোমবার সকালে এ অভিযানে আটটি বাঁধা জাল, পাঁচটি কারেন্ট জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা বলে কোস্টগার্ডের স্বরূপকাঠি কন্টিনজেন্ট কমাণ্ডার মো. আমীর আলী জানান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মাছের প্রজনন মৌসুমে জাটকা সুরক্ষাসহ পোনা মাছ নিধন বন্ধে কাউখালীর সন্ধ্যা ও কচা নদীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় মাছধরারত নিষিদ্ধ অবস্থায় এসব জাল জব্দ করা হয়। পরে কচা নদীর বেকুটিয়া-কুমিরমারা ফেরিঘাটে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় পিরোজপুর জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।