রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর বাজারে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মাহমুদুল আলম জানান, পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে সোমবার রাত সাড়ে ৯টায় জমি বিক্রির ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছেলে আব্দুল মালেক ধারালো অস্ত্রের আঘাতে বাবা মোকছেদ আলীকে (৬০) খুন করে।
নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, গত রোববার তার স্বামী মোকছেদ আলী একই এলাকার আব্দুল হামিদের কাছে সাড়ে ১২ লাখ টাকায় ৩১ শতক জমি বিক্রি করে দেন। জমি বিক্রির ঘটনায় বড় ছেলে আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্রের আঘাতে বাবা মোকছেদ আলীর মাথায়, বুকে ও পাঁজরে আঘাত করে তাকে হত্যা করে। ঘটনার পর মালেক পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, হত্যার ধরন দেখে মনে হয়েছে ২-৩ জন সংঘবদ্ধ হয়ে মোকছেদকে হত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেলে স্বজনের নিকট হস্তান্তর করা হয়। নিহতের স্ত্রী আসমা খাতুন ছেলে আব্দুল মালেককে আসামি করে মঙ্গলবার সকালে পার্বতীপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।