রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের কান্তজিউ মেলার যাত্রা প্যান্ডেলে বিস্ফোরণের ঘটনায় আটক দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
দিনাজপুর পুলিশ পরিদর্শক রেদওয়ানুর রহিম জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের আদালতে তাদের সোপর্দ করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক রিমান্ড শুনানি শেষে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আটক দুজন হলেন চিরিরবন্দর উপজেলার উত্তর নশরতপুর গ্রামের মো. মানিক মিয়া (৩২) ও ভুষিরবন্দর গ্রামের মো. জামাল উদ্দীন (৩৫)।
চাঞ্চল্যকর এই মামলায় গ্রেফতার অপর তিন শীর্ষ আসামি মোসাব্বিরুল আলম খন্দকার (৩০), মো. শরিফুল ইসলাম (২৮) ও মো. রমজান আলীকে (৩২) চট্টগ্রাম থেকে পুলিশ প্রহরায় বুধবার দুপুরে আদালতে হাজির করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। মামলার পরবর্তী শুনানি হবে ২১ জুলাই।