রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ধারালো অস্ত্র ও ককটেলসহ আটক তিন সন্দেহভাজন জঙ্গির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দিনাজপুর ডিবি পুলিশের এসআই হাফিজউদ্দীন জানান, বুধবার রাত ১০টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠে ১০-১২ জন গোপন বৈঠক করার সময় খবর পেয়ে ডিবি পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে তিনজনকে দুটি চাপাতি ও একটি ছোরা ও ছয়টি ককটেলসহ আটক করে। তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
আটক তিনজন হচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউসগাড়া গ্রামের আবু নাঈম মো. ফারুকী আজম ওরফে নাঈম (২০) ও বাগডোড় গ্রামের মোজাহিদুল হক ওরফে মাফতুস (৪০) এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের গালিবুর রশিদ গালিব (২৩)।
পুলিশ বৃহস্পতিবার দুপুরে আটকদের দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। বিচারক রিমান্ড শুনানি শেষে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।