কাউখালীতে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীতে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার  হোসেন মঞ্জু শনিবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে চার দিনের এ মেলার উদ্বোধন করেন।

agriculture technology fair in Kawkhali
মেলার উদ্বোধন করছেন পরিবেশ ও বন মন্ত্রী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত মেলার উদ্বোধনীপর্বে কাউখালীর ইউএনও লাবণী চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের উপ-পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, আওয়ামী লীগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, জাতীয় পাটির (জেপি) উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান খান, উপজেলা  কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফসহ অন্যরা। মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে।

এর আগে মন্ত্রীর উপস্থিতিতে দুস্থ কল্যাণ সংস্থার  উদ্যোগে উপজেলার পূর্ব আমরাজুড়ি হাইস্কুল মাঠ, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও বেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুবিধাবঞ্চিতদের মাঝে পৃথকভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.