আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় ছয় হাজার পিস ইয়াবাসহ ইবাদুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ট্রাকটিও জব্দ করেছে।
শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা ইউনিয়নের মাই চম্পার দরগাহ মোড় থেকে ইয়াবা আটক করা হয়। ট্রাকচালক ইবাদুল ইসলামের বাড়ি সদর উপজেলার দারবাস্তিয়া গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ মাই চম্পার দরগাহ মোড়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ইয়াবার চালান উদ্ধার করে।