হিলি সীমান্তে হোটেল থেকে অস্ত্র-গুলি ও ৫০ হাজার ভারতীয় রুপিসহ ৪ জন আটক

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হিলি সীমান্তে র‌্যাব ও বিজিবি সদস্যদের যৌথ অভিযানে আবাসিক হোটেল থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য, ককটেল, চাইনিজ কুড়াল, ভারতীয় রুপিসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, শুক্রবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাকিমপুর উপজেলার হিলি সিপি রোডে হিলি আবাসিক হোটেলে বিজিবি ও র‌্যাব সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় ওই হোটেলে তল্লাশী চালিয়ে ৯নং কক্ষ থেকে ১টি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ৫রাউন্ড গুলি, ৮টি তাজা ককটেল, ২ কেজি গান পাউডার, ২টি চাপাতি, ৪টি চাইনিজ কুড়াল, ৫০ হাজার ভারতীয় রুপি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

হোটেল ম্যানেজার আব্দুল খালেককে আটক করা হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে খালেক জানায়, গত শুক্রবার বিকেলে ওই হোটেল রংপুর শহরের পরিচয় দিয়ে হোটেল বর্ডার হিসেবে অপু শেখ (২৮) ও চৈতন্য শেখ (৩০) নামে ২ জন রেজিষ্ট্রারে নাম লিপিবদ্ধ করে। এই ২ জন সন্ধ্যার পূর্বেই ইফতার করার কথা বলে হোটেল থেকে বের হয়ে যায়। র‌্যাবের গোয়েন্দা টিমের তথ্য মতে, র‌্যাব ও বিজিবি যৌথভাবে ওই হোটেল গত শুক্রবার রাত ১১টায় অভিযান চালায়। অভিযান চলাকালে হোটেলের ৯নং কক্ষ খুলে উল্লেখিত অস্ত্র-গুলিসহ অন্যান্য জিনিসপত্রগুলো পাওয়া যায়। তবে হোটেলের বর্ডার ২ জন ইফতারের কথা বলে সন্ধ্যার পূর্বে বের হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানোর সময় পর্যন্ত তারা হোটেলে ফিরেনি। এই ঘটনার পর র‌্যাব ও বিজিবি যৌথভাবে হিলি স্থলবন্দরে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত বগুড়া শেরপুর উপজেলার সুবল চন্দ্র দাসের পুত্র শুভ চন্দ্র দাস (২৪), বগুড়া সদর উপজেলার বিনোদচন্দ্র রায়ের পুত্র গোবিন্দ চন্দ্র রায় (২২) ও হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার আব্দুল হকের পুত্র লিটনকে (২৫) আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ২ জন রংপুরের ঠিকানায় ওই হোটেলে উঠেছিল। আটক ৩ জনকে শনিবার ভোরে দিনাজপুর র‌্যাব ক্যাম্পে নিয়ে এসে র‌্যাব সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন। র‌্যাবের সূত্রটি জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করা হতো বলে আটক ৩ জন তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকায় র‌্যাবের অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় র‌্যাব সদস্যদের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.