কলাপাড়া (পটুয়াখালী): লাঠি ভর করে প্রায় পাঁচ কিলোমিটার কর্দমাক্ত রাস্তা পায়ে হেঁটে ৮৩ বছরের জয়গোন বিবি যখন হাতে নতুন শাড়িটি পেলেন, তখন তাঁর দুই চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাঁর মতো পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের পাঁচ’শ বিধবা, ভিক্ষুক ও স্বামী পরিত্যক্তা নারীকে নতুন শাড়ি বিতরণ করেন পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আ. সালাম সিকদার।
শনিবার ঝড়-বৃষ্টির মধ্যে ইউপি চেয়ারম্যানের নিজ বাড়ির আঙিনায় এ শাড়ি বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চেয়ারম্যান আ. সালাম সিকদারের মা শামসুন্নাহার। উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক এস এম মোশারফ হোসেন মিন্টু, মিলন কর্মকার রাজু, হোসাইন আমিরসহ অন্যরা।
সালাম সিকদার জানান, তাঁর ইউনিয়ন এখন ভিক্ষুকমুক্ত। ইউনিয়নে অসহায় স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা যাতে অন্য সবার মতো ঈদের আনন্দ করতে পারে এজন্য প্রতিবছর তিনি ঈদের আগে পাঁচশ জনকে শাড়ি বিতরণ করেন তিনি।