অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নাচোল ডিগ্রি কলেজ মিলনায়তনে সংগঠনটি এ আয়োজন করে।
পরিষদের নাচোল পৌর শাখার সভাপতি সোহেল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাচোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নাচোল পৌরসভার কাউন্সিলর আফসার আলী পটু, যুবলীগ নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট, শেখ রাসেল পরিষদের নাচোল পৌর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ও মজিবুর রহমান আব্বাস।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শ্রমিক লীগ নেতা আবুল হোসেন।