আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫৫) কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ধুলিহর গ্রামের রাজাউল্লা বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান (৩৫) ও ওয়ারিয়া গ্রামের আবদুল বারীর ছেলে নুর বাসার (৩২)। ডিবি ওসি ইনামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৫৫) কুপিয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার ভোররাত ৪টার দিকে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেধে মন্দিরের পাহারাদার ইউনুস ও বাবুকে বেধে ফেলে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘুমিয়ে থাকা পুরোহিতকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে তার বুকে ও পিটে একটি করে এবং বা-হাতে দুটি কোপ লাগে। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অপারেশন থিয়েটারে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে নেওয়া হয় বেলা ১১টার দিকে। সর্বশেষ আহত পুরোহিত আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে। মন্দির কমিটির সভাপতি রাম প্রসাদ সাধু বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার গভীর রাতে এ মামলা করেন। মামলা নং-০৩,তাং২.৭.১৬,ধারা-৩৯৫/৩৯৭পিসি।