রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): প্রতিষ্ঠার ৪৪ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা সদরে অবস্থিত কাউখালী মহাবিদ্যালয় জাতীয়করণ হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কলেজ পরিদর্শন করে প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।
এ লক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-২) মো.হাবিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পত্র নং-০৩,০০১,০০০,০১,২০১৬-৩২, তারিখ- ২৮/০৬/২০১৬ সূত্রের প্রেক্ষিতে জাতীয়করণের লক্ষে কাউখালী মহাবিদ্যালয়সহ ১৯৯টি বেসরকারি কলেজে নিয়োগ, স্থাবর, অস্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে।
সূত্রমতে, ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে কাউখালী মহাবিদ্যালয় সরকারি ঘোষণার জোর দাবি করে আসছিল কলেজের শিক্ষক-কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মানুষ। অবশেষে পরিবেশ ও বন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু গত ২৮/১০/২০১৫ তারিখে কাউখালী মহাবিদ্যালয়টি জাতীয়করণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে কলেজ সরকারিকরণের লক্ষে ডিও দাখিল করেন।
এ দিকে গত রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে দেশের ১৯৯টি কলেজের জাতীয়করণের তালিকা “দৈনিক শিক্ষা” ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
সূত্রমতে, সরকারি কলেজবিহীন উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি ৩২৫টি কলেজের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করেন। এরপর নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাচাই বাছাইয়ের পর গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয়করণের লক্ষে ১৯৯টি কলেজের পৃথক দুটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।