প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
আজ রোববার বিকেল সাড়ে ছয়টায় ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
গত ২৯ জুলাই তিনি আওয়ামী লীগ কার্যালয়ে একটি সভা শেষে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান। ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির পর তার ফুসফুস ও হৃদপিণ্ডেরও জটিলতা সৃষ্টি হয়। নিবিড় তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
আনিসুন্নবী মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও দুই কনাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে শোক নেমে আসে।
আনিসুন্নবীর মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসহাক আলী মালিথা, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্না, শিল্প ও বণিক সমিতি, ঈশ্বরদী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে তিনদিনের শোক পালনের আহ্বান জানিয়েছেন।