জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): মোংলার চরকানা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পশুর নদীর চরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মোংলা থানার এস আই মনজুর এলাহী জানান, রবিবার সকালে মোংলার পশুর নদীর চরকানা এলাকায় ইব্রাহিম ফকির (২০) নামের এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ইব্রাহিম ফকির শহরের কুমারখালী এলাকার আউয়াল ফকিরের ছেলে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ইব্রাহিম নেশাগ্রস্থ অবস্থায় থাকায় নদীতে পড়ে মারা গেছে। এ ছাড়া ইব্রাহিম নিয়মিত নেশা করত বলেও জানা গেছে।