সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে। শুক্রবার রাতে জেলার দেবহাটায় ও শনিবার সকালে শ্যামনগরে এ দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাত্রে দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

এ সময় আহত হয় আরো দু’জন। দেবহাটা উপজেলার হাদিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী (২৭) কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাস্তুল্লাহ গাজীর পুত্র। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে সাতক্ষীরা থেকে তিন বন্ধু মটরসাইকেলে কালিগঞ্জের দিকে যওয়ার পথে কালিগঞ্জের দিক থেকে আসা একটি বাস (খুলনা মেট্রো-জ ০৪-০০৭৫) মটরসাইকেলকে ধাক্কা দিলে সাহেব আলী মারাত্মক আহত হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরে শনিবার সকালে তিনি মারা যান। এ সময় আহত হয় আশরাফুল হকসহ আরো দুই আরোহী। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা বাসটিকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গ্রহণ করে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পরিমল কুমার জানান, এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া শনিবার সকাল দশটার দিকে শ্যামনগর উপজেলায় বাসের ধাক্কায় হাফিজুর রহমান (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওয়াজেদ আলী নামে আরও এক মুরগি ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার সকাল দশটার দিকে উপজেলার শ্যামনগর-সাতক্ষীরা সড়কের চন্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর একই উপজেলার খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শুধাংশু জানান, সকালে ব্যবসায়ী ওয়াজেদ আলী নলতা থেকে মুরগি নিয়ে নছিমনযোগে শ্যামনগর আসছিল। পথিমধ্যে চন্ডিপুর পৌঁছালে শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি কোচ তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  নছিমন চালক হাফিজুর নিহত হয়। এছাড়া ব্যবসায়ী ওয়াজেদ আলীর দুই পা ভেঙে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.