রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): টার্গেট কিলিং, গুপ্তহত্যা, গুলশান ও শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী শাখা।
রবিবার বিকেলে কাউখালী থানা সড়কে মুজিব চত্ত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী শাখার সভানেত্রী সুনন্দা সমাদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, প্রভাষক জগদীশ কুন্ডু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার প্রমুখ।
বক্তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব বন্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।