মোঃ আব্দুর রহমান মানিক, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী এবং সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় নাচোল ডিগ্রী কলেজ মাঠ থেকে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের ন্যায় নাচোলেও সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন মসজিদের ইমাম র্যালিতে অংশ নেন। র্যালিটি নাচোল ডিগ্রী কলেজ থেকে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল থানার এস আই জাহাঙ্গীর আলম ও ইসলামী ফাউন্ডেশনের সুপাভাইজার শরিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তরা জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।