রতন সিং, দিনাজপুর: ইতালির নাগরিক ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় গোয়েন্দা পুলিশ সাত জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে। আজ মঙ্গলবার (১২ জুলাই) চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
দিনাজপুর ডিবি পুলিশের এসআই ও তদন্তকারী কর্মকর্তা বজলুর রশিদ জানান, সাত আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিচারকের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতাররা হলেন জেএমবির সদস্য মো. শরিফুল ইসলাম (২৫), সারওয়ার হোসেন বাবু (২৮), সাখাওয়াত হোসেন ওরফে শফিক (২৭) ও আব্দুর রহমান পিন্টু (২৬)। রাজিবুল ইসলাম বাধন (২৮), জাহাঙ্গীর আলম ওরফে রাজিব (২৫) ও আব্দুল খালেক ওরফে খালেদ (২৮) নামের তিন আসামি পলাতক রয়েছে।
গত বছরের ১৮ নভেম্বর ভোরে দিনাজপুর শহরের সুইহারী বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে ইতালির নাগরিক ধর্মযাজক পিয়েরো পিচমকে জঙ্গি সদস্যরা হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পিয়েরো পিচম চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে গত ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে নিজ দেশে ফিরে যান।
এই ঘটনায় দিনাজপুর বিসপ হাউজের পক্ষে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।