ঝিনাইদহে পাটের ভালো ফলনের আশা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় ২০ হাজার ৪৭০ হেক্টর জমিতে ২ লাখ ২৬ হাজার ১৯৪ বেল পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সাধারণ কৃষক ও কৃষি কর্মর্কতারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাটের ফলন আশা করেছেন।

Jute Pic1-Jhenaidah
ঝিনাইদহে পাটের ভালো ফলনের আশা

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের টিটু মিয়াসহ অন্যান্য কৃষক এবার পাটের আশাতিরিক্ত ফলন আশা করছেন। পাট চাষি টিটু মিয়া জানান, এবার তিনি তিন একরের বেশি জমিতে পাট চাষ করেছেন। এ বছর পাট উৎপাদনে কৃষকদের তেমন বেগ পেতে হচ্ছে না। জমির সামান্য পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। পাট চাষে তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। এবার পাটের ভালো ফলন আশা করেছেন তিনি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহ মো. আকরামুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাটের ফলন হবে।

তিনি বলেন, ঝিনাইদহ যশোর-খুলনাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার জুট মিলে উৎপাদিত পাটের ব্যাগ, সুতা ও কার্পেটের রয়েছে দেশ-বিদেশে ব্যাপক চাহিদা। পাটখড়িরও রয়েছে ব্যাপক চাহিদা। জ্বালানিসহ নানা কাজে পাটখড়ির ব্যবহার হয়ে থাকে। যে কারণে প্রতি বছর ঝিনাইদহ অঞ্চলে পাটের চাষ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.