দিনাজপুরে শিবিরের সভাপতিসহ আটক ৫ নেতা ৭ দিনের রিমান্ডে

রতন সিং, দিনাজপুর: জেলা ছাত্র শিবিরের সভাপতিসহ আটক ৫ নেতাকে ৭ দিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিনাজপুর কোতয়ালী পুলিশ।

বুধবার দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে মঙ্গলবার ককটেলসহ পুলিশের হাতে আটক দিনাজপুর উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি আমানুল্লাহ সরকার, সহ-সভাপতি হামিদুর রহমান, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন এবং সদস্য তারেক আবেদিন ও আল-আমিনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আব্দুস সামাদ আটক ৫ জনের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বিকেলে আটক ৫ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সামাদ।

এর আগে মঙ্গলবার ভোরে দিনাজপুর শহরের রামনগর জামাইপাড়ায় আনসার আলীর বাসায় অভিযান চালিয়ে ২১টি ককটেল, জিহাদী বই, লিফলেট, ১টি ল্যাপটপ এবং ব্যানারসহ ছাত্র শিবিরের দিনাজপুর উত্তর শাখার সভাপতি ও অপর ৪ নেতাকে কোতয়ালী পুলিশ গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.