মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভি ইলেট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহেল চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
হত্যাকারীদের শাস্তি চেয়ে শনিবার সকালে ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের শিক্ষক মো. আলাউদ্দিন।
বক্তব্য রাখেন, সোহেল চৌধুরীর বাবা বিজিবির সুবেদার মেজর (অব.) মো. মোতালেব চৌধুরী, কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার হাবিবুল্লাহ রানা, কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, খেপুপাড়া এমবি অনার্স কলেজের অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ইন্সটিটিউটের শিক্ষক মো. তুহিন তারেক, সাইদুর রহমান, মো. গোলাম রায়হান, কলেজ ছাত্র মো. জমির উদ্দিন, বসির উদ্দিনসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ হত্যা মামলার কোনো আসামিকে গ্রেফতার না করে মামলাটি ভিন্নখাতে প্রভাহিত করতে নানা রকম ষড়যন্ত্র করছে।
গত ৩ জুলাই খেপুপাড়া ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ইলেট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র সোহেল চৌধুরীকে তার নিজ বাড়ি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে বাড়ির সামনে সাবেক ইউপি মেম্বর মো. শাহজাহান কবিরের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই বরগুনা থানায় শাহজান কবিরকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার ১৩ দিনেও কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।