রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): তিন বছরেও সন্ধান মেলেনি পিরোজপুরের কাউখালীতে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মো. ফরহাদ রহমানের (১৮)। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজাখুঁজি করেও ফরহাদের কোনো সন্ধান পায়নি। হারানো ছেলের জন্য পরিবারে একটানা শোকের মাতম চলছে।
ফরহাদ কাউখালীর পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. সাইদুর রহমানের ছোট ছেলে। সে পাশের স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে স্বরূপকাঠী উপজেলা পরিষদের পিছনে ভাড়া বাসা থেকে বের হয়ে ওই কলেজ ছাত্র আর বাসায় ফেরেনি। তাকে খুঁজে না পেয়ে ফরহাদের বাবা পরদিন ২৩ নভেম্বর নেছারাবাদ থানায় ছেলে নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে ২৬ নভেম্বর দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় হারানো বিজ্ঞপ্তিসহ প্রতিবেদন ছাপা হয়েছিল।
ফরহাদ সম্পর্কে শুক্রবার কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা থেকে সে নিখোঁজ হয় এবং নেছারাবাদ থানায় জিডি হয়েছিল। তিনি খোঁজ-খবর নিচ্ছেন। নেছারাবাদ থানার ওসি মো. মুনিরুল ইসলাম বলেন, জিডির সূত্র ধরে ফরহাদের বাড়িতে খোঁজখবর নেওয়া হচ্ছে।