রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী রোববার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান শেখ শামছুদ্দোহা চাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন, জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মেদ, কাউখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওমর ফারুকসহ অন্যরা।
বক্তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামের নামে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হামলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা গণসচেতনতা তৈরি করতে মসজিদের খতিবদের এ বিষয়ে আলোচনাসহ জনগণকে সজাগ থাকতে অনুরোধ জানান।