রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় ডিবি পুলিশ জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে।
দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, রোববার বিকেলে চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এস আই বজলুর রশিদ তদন্ত করে আট জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ও নিয়মিত আইনে পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র মো. নাজমুল হোসেন ২৪ জুলাই অভিযোগপত্র গ্রহণ শুনানির দিন ধার্য করেছেন।
মামলার আট আসামির মধ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনহরপুর গ্রামের শরিফুল ইসলাম ওরফে ডেনিস ওরফে সিফাত ওরফে জিৎ (২৮), লালমনিরহাট সদর উপজেলার বানভাষা গ্রামের মোসাব্বিরুল আলম খন্দকার (২৫), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মানিক মিয়া (৩০) এবঙ সিংড়ানগরপুর গ্রামের পুত্র জামাল উদ্দীন (৪৩) আটক রয়েছেন।
অন্যদিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্রপুর গ্রামের রাজিবুল ইসলাম ওরফে বাধন ওরফে বাদল (২৫), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদরপুর গ্রামের আব্দুল খালেক ওরফে খালিদ ওরফে মামা (২৮), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর গ্রামের রাজিব ওরফে সুজন ওরফে জাকির ওরফে জাহাঙ্গীর আলম (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর গ্রামের আজিজার রহমানের পুত্র জাকির হোসেন (৩০) পলাতক।
এস আই বজলুর রশিদ জানান, এই মামলা তদন্তকালে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে থাকা বাকি চার জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করা হয়। মামলায় ৬১ জনকে সাক্ষী করা হয়েছে। গ্রেফতার চার জেএমবি সদস্য ঘটনার বর্ণনা দিয়ে বিচারকের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গত বছর ৪ ডিসেম্বর রাতে কাহারোল উপজেলার কান্তজিউ রাসমেলায় যাত্রা প্যান্ডেলে জেএমবি সদস্যরা অতর্কিতভাবে বোমা বিস্ফোরণ ঘটালে ছয় দর্শক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও প্যান্ডেলের প্রায় ২০/২৫ জন আহত দর্শক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এই ঘটনার পর যাত্রা প্রদর্শন দেশব্যাপী বন্ধ হয়ে যায়। এই ঘটনায় মেলার ইজারাদার হারেজ আলী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। ডিবি পুলিশ তদন্ত করে বিস্ফোরক ও নিয়মিত আইনে পৃথক ২টি অভিযোগপত্র রোববার বিকেল ৪টায় আদালতে দাখিল করেন।