আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরায় এক সংসদ সদস্যের মেয়েকে উত্যক্ত করায় আশিকুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।
সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের এক ছাত্র এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে এসে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
এদিকে অভিযোগকারী ছাত্রী জানান, ‘এ ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। কলেজ প্রশাসনকে বারবার জানালেও কলেজ প্রশাসন সবসময় নীরব থেকে এসব বখাটেদের পক্ষাবলম্বন করে থাকে। যে কলেজের পিতৃতুল্য কলেজ প্রশাসকরা বখাটেদের পক্ষে থাকে আমি সে কলেজে পড়তে চাই না। আমি টিসির (কলেজ থেকে বদলির) আবেদন করেছি।’