হাকিম বাবুল, শেরপুর: ঝিনাইগাতী উপজেলার পাহাড়ী জনপদের বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি গ্রেনেড, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে। রবিবার সকাল পৌনে সাতটার দিকে ঘন্টাবাপী এ অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে ওই এলাকার মৃত নাগেন্দ্র সাংমার ছেলে শিষ্ট মারাক (৪৫) এবং মৃত জ্যাকব মারাকের ছেলে অনুকুল হাগিদক (৫৫) নামে দুই গারো অধিবাসীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপ-পরিদর্শক (এসআই) সজিব খানের নেতৃত্বে ডিবি ঝিনাইগাতী উপজেলার বড় গজনী এলাকায় অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার শিষ্ট মারাকের বসতঘরের পেছনের কলাবাগানের ভেতর মাটির নিচে লুকানো অবস্থায় একটি গ্রেনেড, একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় শিষ্ট মারাক এবং তার আরেক সহযোগী অনুকুল হাগিদককে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি মজুদ রাখার অভিযোগে আটক করা হয়। তিনি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।