সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

হাকিম বাবুল, শেরপুর: সারাদেশে সন্ত্রাস, ধর্মের নামে হত্যা, খুনসহ জঙ্গি তৎপরতার প্রতিবাদ এবং জামালপুরে রেলওয়ে পুলিশের পিটুনীতে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার বিকেল ৪ টায় শহরের টাউন হল মোড়ে সদর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Sherpur Freedom Fighter Protest Human Chain Photo-01
শেরপুরে সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা হত্যার বিচার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন।

এ সময় জেলা কমান্ডার নুরুল ইসলাম হিরু, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, মো. আখতারুজ্জামান, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্বতা পোষণ করে অংশগ্রহণ করেন। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

জেলার অন্যান্য উপজেলাতেও একইসাথে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে, বেলা ২ টায় শহরের নিউ মার্কেট মোড়ে ধর্মের নামে হত্যা, খুনসহ জঙ্গি তৎপরতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসদ। এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি লাল মোহাম্মদ মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক সামেদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.