মিলন কর্মকার রাজু, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে পৌরসভা মিলনায়তনে জঙ্গিবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান। বক্তব্য রাখেন খেপুপাড়া বড় জামে মসজিদের ইমাম মাওলানা সাঈদুর রহমান, উপজেলা পরিষদ কম্পাউন্ড মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা ইসলামের নামে জঙ্গি তৎপরতার নেতিবাচক দিক উল্লেখ করে মসজিদে মসজিদে বয়ানের মাধমে সচেতনতা বৃদ্ধি এবং সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।