আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: দেশব্যাপী জঙ্গি তৎপরতা, খুন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জেলা থ্রি হুইলার, মহিন্দ্রা মালিক ও চালক লীগ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুর দু’টায় শহরের প্রধান প্রধান সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে শহীদ আলাউদ্দিন চত্বরে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মাসুম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশীদ, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, জেলা থ্রি হুইলার, মহিন্দ্রা মালিক ও চালক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহি আলম, শরিফুল ইসলাম, বজলুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান।