আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রলির ধাক্কায় ইসমাইল হোসেন (৩০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার পাইথলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার শরাফপুর গ্রামের আহাদ বিশ্বাসের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিকালে ইসমাইল ভ্যানে করে মুদি দোকানের মালামাল নিয়ে পাইথলি বাজারে যাচ্ছিল। বাজার এলাকায় পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় সে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতলে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।