একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত পলাতক জেএমবি সদস্য আব্দুল জলিলকে (৫৫) গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভবানীপুর এলাকা থেকে রবিবার দিনগত রাত অনুমান ১০ টায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তিনি বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী এবং তার বিরুদ্ধে হত্যাসহ দু’টি মামলা রয়েছে। আব্দুল জলিল দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। সে জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য। আব্দুল জলিল ভবানীপুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে বলে জানান তিনি।