জাতীয় মৎস্য সপ্তাহে শেরপুরে মতবিনিময়: খাল-বিলগুলোর আয়তন ছোট হয়ে আসছে

হাকিম বাবুল, শেরপুর: জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য দপ্তর। জেলা মৎস্য অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক নজরে জেলার মৎস্য বিষয়ক তথ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা আকন্দ। এসময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহের সাতদিনব্যাপী নানা কর্মসূচি বর্ণনা করে কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহায়তা চান।

Sherpur Pic-1 (Motbinimoy Sobha)
সাংবাদিকদের সাথে  মৎস্য অফিসের মতবিনিময় সভা ।

মতবিনিময় সভায় জানানো হয়, জেলায় বর্তমানে বার্ষিক মাছের চাহিদা ২৯ হাজার ৮৪৭ মে. টন। চাহিদার প্রায় ৯৪ ভাগ মাছ স্থানীয়ভাবেই উৎপাদন হয়, যার পরিমাণ ২৭ হাজার ৮২২ মে. টন। বেসরকারি পুকুর ও বাণিজ্যিক মৎস্য চাষ দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয়ভাবে আমিষের ঘাটতি পুরণ করা সম্ভব হচ্ছে। মৎস্য চাষিরাও এতে লাভবান হচ্ছেন। তবে জেলায় ৫৬টি বিল ও ২০টি খাল থাকলেও নানা কারণে খাল-বিলগুলোর আয়তন দিন দিন ছোট হয়ে আসছে। অনেকেই এসব বিলের জমি দখলে নিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করছে। এতে দেশি জাতের মাছের প্রাকৃতিক প্রজননে বিঘ্ন ঘটছে।

মতবিনিময় সভায় জেলা মৎস্য দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.